আ: হান্নান আল আজাদ, নান্দাইল উপজেলা প্রতিনিধি: রাষ্ট্রের পক্ষে বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভুইঁয়াকে গার্ড অব অনার প্রদান করেন ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফয়জুর রহমান।
আজ বিকেল সাড়ে ০৫টার দিকে নান্দাইল উপজেলার আচারগাওঁ ইউনিয়নের শিমুল তলা ঈদগাঁ প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হয়। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এ সময় নান্দাইল উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মাজহারুল ইসলাম ফকির ও প্রশাসন মরহুমের প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করেন । জানাজায় এলাকার সর্বস্তরের মুসল্লি ও গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রসঙ্গত, বীর মুক্তিযোদ্ধা নুরুল হক ভুইঁয়া আজ সকাল ১১.৩০ ঘটিকায় তার শশুর বাড়ি কেন্দুয়া উপজেলার সোহাগপুর গ্রামে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর।
তিনি নান্দাইল বাজারে দীর্ঘদিন মোঃ গোলাপ মিয়ার ব্যাবসার সাথে জড়িত ছিলেন। গোলাপ মিয়া নাবালক দুই ছেলে সন্তান রেখে মৃত্যু বরন করেন, পরবর্তীতে মুক্তি যোদ্ধা কমান্ডার মোঃ মাজহারুল ইসলাম ফকিরের নেতৃত্ব দুই সন্তানের জননীকে বিবাহ করেন, উল্লেখ্য যে এর আগে নুরুল হক ভুইঁয়া অবিবাহিত ছিলেন। সে জীবনের শেষ পর্যায়ে এসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে উক্ত পরিবারটির হাল ধরেন।
মরহুম নুরুল হক ভুইঁয়া এলাকায় একজন খ্যাতনামা ভালো মানুষ , সমাজ সেবক ও মুক্তিযোদ্ধা হিসেবে সমাদৃত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]