রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৩০ আগস্ট ২০২৫ | ১৫ ভাদ্র ১৪৩২ | ৬ রবিউল আউয়াল ১৪৪৭
গাজায় ইসরাইলি গণহত্যার প্রতিবাদে গাজীপুরে বিক্ষোভ মিছিল
মোঃ আরমান হোসেন, কাশিমপুর থানা প্রতিনিধি : ফিলিস্তিনের গাজায় ও আরাফায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে গাজীপুর মহানগরের কাশিমপুর ১ নং ওয়ার্ডের সকল তাওহিদী জনতা মুসল্লিরা। ১ নং ওয়ার্ডের সকল মসজিদের তাওহিদী জনতা এসে জোড় হয় পানিসাইল মোরে, ১ নং ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। জিরানি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মিছিলটি শেষ হয়।
শুক্রবার ১১ এপ্রিল ২০২৫: ফিলিস্তিনের গাজা ও আরাফায় ইসরাইলি বাহিনীর নৃশংস গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রতিবাদে গাজীপুর মহানগরের কাশিমপুর ১ নং ওয়ার্ডের তাওহিদী জনতা ও মুসল্লিদের ব্যাপক অংশগ্রহণে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় মসজিদগুলোর ইমাম, মুসল্লি ও সাধারণ মানুষ একত্রিত হয়ে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শপথ নেন।বিক্ষোভকারীরা কাশিমপুরের পানিসাইল মোড় থেকে ১ নং ওয়ার্ডের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শান্তিপূর্ণ মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণকারীরা "ফিলিস্তিন মুক্তি পাক, ইসরাইল নিপাত যাক", "গাজায় গণহত্যা বন্ধ কর", "আল-আকসা জিন্দাবাদ"সহ বিভিন্ন স্লোগান দিয়ে ইসরাইলি নৃশংসতার তীব্র নিন্দা জানান। সমাবেশে বক্তারা ফিলিস্তিনি শিশু, নারী ও নিরীহ মুসলিম দের উপর ইসরাইলি বাহিনীর হামলাকে "সভ্যতার কলঙ্ক" আখ্যায়িত করে বিশ্ব সম্প্রদায়ের দ্রুত হস্তক্ষেপের দাবি তোলেন।
ইসরাইল পণ্য বর্জন ও মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ প্রতিরোধের আহ্বান। জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গাজায় যুদ্ধবিরতি জারি ও মানবিক সহায়তা নিশ্চিত করার দাবি জানান। বাংলাদেশ সরকারসহ মুসলিম দেশগুলোর কূটনৈতিক চাপ বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
কাশিমপুরের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, "গাজায় শিশুদের মৃত্যু দেখে আমরা আর চুপ থাকতে পারি না। এই বিক্ষোভ আমাদের নৈতিক দায়িত্ব।" স্থানীয় যুব নেতা আব্দুর রহিম খানের নেতৃত্বে সমাবেশ শেষে ফিলিস্তিনিদের মুক্তি ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।গত কয়েক সপ্তাহ ধরে গাজায় ইসরাইলি হামলায় হাজারো ফিলিস্তিনি নিহত হওয়ায় বাংলাদেশজুড়ে এমন প্রতিবাদের ঢেউ উঠেছে। গাজীপুরে জামায়াতে ইসলামী, ছাত্রশিবির ও স্থানীয় সংগঠনগুলোর সমন্বয়ে ইসরাইলবিরোধী আন্দোলন তীব্র হয়েছে।
বিক্ষোভকারীরা আগামীতে গাজীপুর সিটি কর্পোরেশনের তাওহীদি জনতাদের নিয়ে এমন প্রতিবাদ অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছেন। পাশাপাশি স্থানীয় মার্কেটে ইসরাইলি পণ্য বর্জন ক্যাম্পেইন চালানো হবে বলেও জানান তারা।
এই প্রতিবাদ শুধু গাজীপুরেই নয়, সারা দেশে মুসলিম উম্মাহর সংহতির প্রতীক হয়ে উঠেছে, যা ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অকুণ্ঠ সমর্থনেরই ইঙ্গিত বহন করে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.