রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
গাইবান্ধায় ট্রাক চাপায় ফল ব্যবসায়ীর মৃত্যু
মঙ্গলবার (৬ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের চারমাথায় (বনফুল হোটেল সংলগ্ন) ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিলন মটরসাইকেল নিয়ে চারমাথা মোড়ে দাঁড়িয়ে ছিল। এসময় দ্রুত গতিতে বালু ও মাটি বহনে চলাচলকারী ড্রাম ট্রাক দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে ঢোকার চেষ্টায় মটরসাইকেলটিকে চাপা দেয়। ঘটনাস্থলেই মিলন ট্রাকের চাকায় নিচে চাপা পড়ে প্রাণ হারায়। দ্রুত তাকে গাড়ির নিচ থেকে বের করে হাসপাতালে নেয়।
এ ঘটনায় বিক্ষুব্ধ ফল ব্যবসায়ী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানিয়েছে। ফলে উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে।
পরে গোবিন্দগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিক্ষুব্ধদের শান্ত করে এবং নম্বরবিহীন ঘাতক ড্রাম ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইজার উদ্দিন জানান, যান চলাচল স্বাভাবিক হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.