মেহেরপুর জেলা প্রতিনিধিঃ দীর্ঘ ১৮ বছর পর মেহেরপুরের গাংনী উপজেলাতেও আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন-২২ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১০এপ্রিল-২২) দুপুর ২টার সময় গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উদ্বোধন করেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি.এম মোজাম্মেল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাডঃ পারভীন জামান কল্পনা ও গ্লোরিয়া ঝর্ণা সরকার এমপি।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন- মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক।
সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- মেহেরপুর-১ আসনের সাবেক এমপি প্রফেসর আব্দুল মান্নান, সাবেক এমপি জয়নাল আবেদীন, সাবেক এমপি মকবুল হোসেন, মেহেরপুর শহর আওয়ামী লীগের সভাপতি অ্যাড. ইয়ারুল ইসলাম, মেহেরপুর পৌরসভার মেয়র মাহফুজুর রহমান রিটন প্রমূখ।
অনুষ্ঠানে আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাতে দ্বিতীয় অধিবেশনের মাধ্যমে সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষণা করা হবে বলে জানানো হয়। এদিকে সম্মেলনের শুরুতে হট্টগোল শুরু হলে অন্তত ৫-১০ জন আহত হয়। পরবর্তিতে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]