গত এক বছরে হিন্দুসহ দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫৪ জনকে হত্যা করা হয়েছে। ৩৯ জনকে ধর্ষণ করা হয়েছে। তার মধ্যে দলবদ্ধ ধর্ষণের শিকার ২৭ জন। ধর্ষণের পর ১৪ জনকে হত্যা করা হয়েছে।
আজ শুক্রবার সকালে রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এই মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
সংখ্যালঘু সম্প্রদায়ের ৮৯ হাজার ৯৯০ একর জমি দখল করা হয়েছে। বসতবাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে ৫৭২টি পরিবারকে দেশত্যাগে বাধ্য করা হয়েছে ৪৪৫টি পরিবারকে। গত বছর সংখ্যালঘু সম্প্রদায়ের মোট ২২০ কোটি ৮৯ লাখ টাকার সমপরিমাণ আর্থিক ক্ষতি হয়েছে।
গত বছরের জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত তথ্য ও তাদের সারা দেশে থাকা কর্মীদের দেওয়া তথ্য এবং সেসব যাচাই-বাছাই করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানান গোবিন্দ চন্দ্র প্রামাণিক।
লিখিত বক্তব্যে গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, গত এক বছরে দেশের হিন্দুসহ সংখ্যালঘু সম্প্রদায়ের ১৫৪ জনকে হত্যা করা হয়েছে। হত্যার হুমকি দেওয়া হয়েছে ৮৪৯ জনকে, হত্যার চেষ্টা করা হয়েছে ৪২৪ জনকে এবং জখম ও আহত করা হয়েছে ৩৬০ জনকে। নিখোঁজ রয়েছেন ৬২ জন। চাঁদাবাজি হয়েছে ২৭ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার টাকা। মোট ক্ষতি হয়েছে ২২০ কোটি ৮৯ লাখ টাকা
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]