এসময় সৌহার্দ্যপূর্ণ পরিবেশে পরিচয়পর্ব শেষ উপস্থিত সাংবাদিকদের সাথে সীমান্ত সংক্রান্ত অপরাধ প্রতিকারসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে উন্মুক্ত আলোচনা করা হয়।আলোচনা সভায় পত্নীতলা (১৪ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হামিদ উদ্দিন পিএসসি জানান, নিরাপদ সীমান্ত, মাদক পাচার রোধ, চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ ও অবৈধ অনুপ্রবেশ রোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার ব্যাপারে গণমাধ্যম কর্মীদের সাথে নিয়ে একযোগে কাজ করার অভিপ্রায় ব্যক্ত করেন। বিশেষ করে বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিক অনুপ্রবেশের ব্যাপারে স্থানীয় প্রশাসনসহ জনসাধারণ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, নির্বাচিত জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট সকলকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য তিনি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।পরে সাংবাদিকদের উদ্দেশ্যে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি ) এর পক্ষ থেকে এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি পাঠানো হয়
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]