রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৭ নভেম্বর ২০২৫ | ২২ কার্তিক ১৪৩২ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৭
খুলনায় সহিংস ঘটনায় যুবক আহত
মনিরুল ইসলাম মোড়ল,ঘিলিয়া প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
গতকাল ২৪মে রাত্র ১০ টায, খুলনা মহানগরীর, খানজাহান আলী থানার, ১নং- আটরা গিলাতলা, ২নং- কলোনিতে, মরহুম খান খোরশেদ আলীর পুত্র মোঃ আকিজ খান (৪২)কে টচলাইট দিয়ে মাথায় আঘাত করে ও এলোপাতাড়ি কিল ঘুষি মেরে মাটিতে ফেলে দেয়। আহত আকিজের আর্ত চিৎকারে আসেপাশের মানুষ ছুটে এলে, টেনা পালিয়ে যায় ।আহত আকিজকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।উক্ত সহিংস ঘটনা খানজাহান আলী থানায় জানানো হলে, এস আই পিয়ারুল ইসলাম, সঙ্গীও ফোর্স নিয়ে ঘটনা স্থান পরিদর্শন করেন ও আহত আকিজের অবস্থা দেখে, মাথায় আঘাতের ক্ষত বেশি হওয়ায়, উন্নত চিকিৎসার জন্য, খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন।বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।পারিবারিক ও থানা- সুত্রে জানাযায়, আহত আকিজের সাথে" মাছের ঘের " নিয়ে একই এলাকার। মৃত হামিদ সরদারের ছেলে, সহিদুল ইসলাম টেনা (৪৫) এর সাথে কথা কাটাকাটি হয়।একপর্যায়ে উত্তেজিত হয়ে কাছে থাকা বিদেশি টচলাইট দিয়ে মাথায় আঘাত করে, মাটিতে লুটিয়ে পড়লে এলোপাতাড়ি কিল ঘুষি মেরে রক্তাক্ত জখম করে। এব্যাপারে খানজাহান আলী থানায় মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.