সোনাডাঙ্গা থানা প্রতিনিধি: খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানার বসুপাড়া এলাকায় এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করেছে একদল দুর্বৃত্ত।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৮টা ৪০ মিনিটের দিকে বসুপাড়া কবরখানা রোডের ১ নম্বর গেটের বিপরীতে সাবেক কমিশনার হাফিজুর রহমান মনিরের বাড়ির গলিতে এ হামলার ঘটনা ঘটে।
আহত যুবকের নাম মো. আব্দুল আজিজ (৩৪)। তিনি খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন বানরগাতি বাজার কলেজ রোড এলাকার বাসিন্দা। তার পিতার নাম আবু তালেব।
প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে ৫-৭ জন অজ্ঞাতনামা দুর্বৃত্ত মোটরসাইকেলযোগে এসে আব্দুল আজিজের ওপর অতর্কিত হামলা চালায়।
তারা ধারালো চাপাতি দিয়ে তার ডান হাতের কব্জির উপরে, ডান ঘাড়ে এবং পিঠের বাম পাশে কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
রাত ৯টা ৫৫ মিনিটে তাকে হাসপাতালের সার্জারি বিভাগের ওয়ার্ড ৯-১০ নম্বরে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর সোনাডাঙ্গা থানায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
—
Notifications