খুলনা প্রতিনিধিঃ “পূবালী ব্যাংকে সঞ্চয় করুন, নিরাপদে থাকুন ” এ প্রতিপাদ্য সামনে রেখে এবং সেবার মান উন্নত রাখার প্রত্যায়ে পূবালী ব্যাংক পি এল সি খালিশপুর শাখার সাথে নর্দান ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি’র সম্পর্ক সুদৃঢ় করার উদ্দেশ্যে ক্রেডিট কার্ড এবং অন্যান্য ব্যাংকিং প্রোডাক্ট এর সেলস ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়েছে।
১৫ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় খুলনার শিববাড়িস্থ নর্দান ইউনিভার্সিটি’র ক্যাম্পাসে ক্রেডিট কার্ড ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খালিশপুর পূবালী ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুকুল চন্দ্র দাশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা নর্দান ইউনিভার্সিটির প্রোঃভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আনোয়ারুল হক জোয়ারদার।
প্রধান অতিথি পূবালী ব্যাংকের পক্ষ থেকে আমাদের ছাত্র শিক্ষক কর্মচারীবৃন্দের উদ্দেশ্য বলেন, আপনারা জানেন বিদেশে যেতে হলে ছাত্রদের একাডেমিক কনফিডেন্স যেমন প্রয়োজন, এর সাথে সাথে এক্সট্রা কারিকুলাম এক্টিভিটিজ প্রয়োজন। বিশেষ করে এ ব্যাংক আমাদের যেভাবে হেল্প করতে পারে তা হলো একটা একাউন্ট ম্যান্টেন্ট করে তাদের কাছ থেকে একটা সলভেন্সি সার্টিফিকেট নিতে পারে যাতে করে ছাত্ররা বাহিরে গেলে এক্সট্রা এক্টিভিটিজ হিসাবে কাজ করবে । এছাড়াও তিনি পূবালী ব্যাংকের কার্যক্রমকে ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নর্দান ইউনিভারসিটির রেজিস্টার মোঃ আব্দুর রউফ। বিশেষ অতিথি উপমহাব্যবস্থাপক ও খুলনা অঞ্চল প্রধান শেখ মোঃ শামসুদ্দোহা, খুলনা আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ ফরিদ আহমেদ, সহকারি মহাব্যবস্থাপক ও খুলনা শাখা প্রধান মোঃ শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের অন্যান্য শাখার ব্যবস্থাপকগণ।