মোঃ মাসুম সরদার, রূপসা উপজেলা প্রতিনিধি:গত ২০ এপ্রিল রবিবার খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা জেলা আওয়ামীলীগের ব্যানারে ঝটিকা মিছিল করে।
দেশের মধ্যে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি এবং অন্তর্ঘাতমূলক কাজে লিপ্ত থাকার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তারের জন্য কে এম পির সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় হরিণটানা থানা পুলিশ গত ২১ এপ্রিল ২০২৫ তারিখ রাতে অভিযান পরিচালনা করে ৫ জনকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত ১) রবিউল আলম রবি (৫১), পিতা-মৃত খোরশেদ আলম, রানাই গ্রামের থানা-ডুমুরিয়া,-সাউথ সেন্টাল রোড, থানা-খুলনা সদর, জেলা-খুলনা, ২) মিলন রায় চৌধুরী (৫৩), পিতা-মৃনাল কান্তি রায় চৌধুরী,গকচুবুনিয়া জলমা,গ্রামের বোরহান শেখ (৫২), পিতা-মৃত আঃ সাত্তার শেখ,খারাবাদ ১ নং ওয়ার্ড, থানা-বটিয়াঘাটা, ৪) অসিত বাগচি (৪৫) পিতা-নিরাঞ্জন বাগচি,-ছয়ঘরিয়া, থানা-বটিয়াঘাটা এবং ৫) বায়েজীদ শেখ (৩২), পিতা-মনিরুল শেখ, মজিদঘাটা ০৩ নং ওয়ার্ড, থানা-বটিয়াঘাটা, জেলা,এদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
মিছিলের ছবি এবং ভিডিও বিশ্লেষণ করে অংশগ্রহণকারী অন্যান্যদের সনাক্ত করে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান অব্যাহত রেখেছে। আওয়ামীলীগ, যুবলীগ এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা যেন হঠাৎ মিছিল করে নগরবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি এবং নগরীতে অরাজক পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য খুলনা মেট্রোপলিটন পুলিশ সতর্ক অবস্থানে আছে। নগরীতে পুলিশি টহল জোরদার করা হয়েছে।
Notifications