
মিহির , বিশেষ প্রতিনিধি খুলনা ঃ বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির উদ্যোগে কুরআন খানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বিকালে ৭ নং ওয়ার্ডের লিন্ডা ক্লিনিক এর পাশে মরহুমার রুহের মাগফিরাত কামনায় কুরআনখানি ও বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ইকবাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান, আটরা গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ আব্দুস সালাম, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন খোকার পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা রফিকুল ইসলাম শুকুর, শেখ আনোয়ার হোসেন , ইউপি সদস্য আল আমিন, যুবদল নেতা মোল্ল্যা সোলায়মান, এসময় ৯ টি ওয়ার্ড এর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী
ও এলাকাবাসি উপস্থিত ছিলেন ।
no views