মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধি: সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন, সাংবাদিক ইউনিটির দক্ষতা বৃদ্ধি এবং জুলাই ২৪’র গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির উদ্যোগে আলোচনা সভা, শহীদদের স্মরণ ও আহতদের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান গতকাল সন্ধায় খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
ইউনিটির সভাপতি শেখ বদরউদ্দীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় বক্তৃতা করেন ইউনিটির সাধারন সম্পাদক হাফেজ আহম্মেদ সরকার, সহ সভাপতি এম এ শফি, কোষাধক্ষ গাজী মাকুল উদ্দীন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মিহির রজ্ঞন বিশ্বাস, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ হেলাল ফকির, এনটিভির প্রতিনিধি তোফাজ্জল হোসেন, দৈনিক অনিবার্নের খানজাহান আলী থানা প্রতিনিধি মশরুজ্জামান খান সাবু, প্রবাহ নিউজের মোঃ জাহিদ হাসান, দৈনিক শিরোমনির প্রতিনিধি মুন্সি মেহেদী হাসান,অনুষ্ঠান শেষে জুলাই আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিক ইউনিটির নেতৃবৃন্দ বলেন , জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
এ দেশের পটভূমি পরিবর্তনের জন্য তাদের ভূমিকা অনস্বীকার্য। দেশ পরিচালনার জন্য সৎ নেতৃত্বের প্রয়োজন। সেক্ষেত্রে সাংবাদিকরা তাদের লেখনী দিয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে পারেন।
সভা থেকে সাংবাদিক ইউনিটি কার্যক্রম ও নতুন করে কমিটি গঠনের লক্ষে সিদ্ধান্ত গৃহিত হয়।