মুন্সী মেহেদী হাসান, ফুলতলা উপজেলা প্রতিনিধিঃ খুলনার খাঁনজাহান আলী থানা এলাকা হতে চোরাইকৃত ইজিবাইকসহ ইজিবাইক চোর চক্রের ১ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ । গ্রেপ্তারকৃত চোর চক্রের সদস্যরা বিভিন্ন এলাকা থেকে কৌশলে ইজিবাইক চুরি করে আসছিলো বলে অভিযোগ রয়েছে ।
শনিবার সকাল ১১.৩০ ঘটিকার দিকে খানজাহান আলী থানার আটরা এজিএম স্কুল সংলগ্ন এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকের মালিক ও স্থানীয়দের সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ ।
গ্রেপ্তার চোর চক্রের সদস্য মোঃ রবিউল ইসলাম (২২) গোপালগঞ্জ জেলার কাশিয়ানি থানাধীন জয়নগর মাঝিগাতি বাজার এলাকার মোঃ সাইফুল ইসলামের ছেলে। এসময় তাদের কাছ পুলিশ একটি ইজিবাইক জব্দ করে ।
মামলার বাদী সুত্রে জানা যায়, খুলনা সদর এলাকা হতে কৌশলে ইউসুফ হাওলাদারের মালিকানাধীন ইজিবাইক চুরি করে নিয়ে পালিয়ে আসছিলো চক্রের সদস্যরা। এসময় পেছনে ধাওয়া করেন ইউসুফ ও তার ছেলে। এক পর্যায়ে খানজাহান আলী থানাধীন ডাক্তারবাড়ী এলাকায় পৌছালে স্থানীয়দের সহায়তায় চোরাই ইজিবাইকসহ রবিউলকে আটক করে এজিএম স্কুলের কাছে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে রবিউলকে গ্রেপ্তার করে সাথে উদ্ধার ইজিবাইকসহ থানা হেফাজতে নিয়ে যান।এ ব্যাপারে শিরোমণি পুলিশ ফাড়ির ইনচার্জ শরীফ শহীদুল আলম জানান,
গ্রেপ্তার আসামির বিরুদ্ধে খানজাহান আলী থানায় চুরি হওয়া ইজিবাইকের মালিক ইউসুফ হাওলাদার বাদী হয়ে গ্রেপ্তার আসামির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছে। আগামীকাল তাকে বিচারিক আদালতে সোপর্দ করা হবে।
Notifications