রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১২ জুলাই ২০২৫ | ২৮ আষাঢ় ১৪৩২ | ১৬ মহর্রম ১৪৪৭
কয়রার ওসি পেলেন শ্রেষ্ট কর্মকর্তার পুরস্কার
কয়রা উপজেলা প্রতিনিধি, খুলনা: মাসিক অপরাধ পর্যালোচনা সভা ৫ মার্চ রবিবার জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুব হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় পুলিশ সুপার জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ,মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা করেন এবং জেলার সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে থানা এলাকায় সার্বিক আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখার লক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দেন। গত ফেব্রুয়ারী মাসে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান এবং জননিরাপত্তা বিধানসহ আইন-শৃঙ্খলা রক্ষায় সাফল্য অর্জনের স্বীকৃতি স্বরুপ ইন্সপেক্টর ক্যাটাগরিতে কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) এবিএমএস দোহা (বিপিএম) বেস্ট অফিসার হিসাবে নির্বাচিত হওয়ায় সম্মাননা স্মারক, সনদপত্র এবং নগদ অর্থ প্রদানের মাধ্যমে পুরস্কৃত করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.