জাতীয় দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট: ক্যানসার প্রতিরোধ করতে সক্ষম টিকা প্রস্তুত করেছে রাশিয়া। শিগগিরই রোগীদের মধ্যে বিনামূল্যে টিকা বিতরণ করা হবে। রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা কেন্দ্র রেডিওলজি মেডিকেল রিসার্চ সেন্টারের মহাপরিচালক আন্দ্রিয়ে ক্যাপরিন জানান, আশা করছি-২০২৫ সালের শুরুর দিকে টিকা উন্মুক্ত করতে পারব। সম্প্রতি দেশটির রেডিও রোশিয়াকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান। রাশিয়ার বেশ কয়েকটি প্রথমসারির ক্যানসার গবেষণা কেন্দ্রের সঙ্গে সমন্বিতভাবে টিকা প্রস্তুত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। রাশিয়ার শীর্ষস্থানীয় মেডিকেল গবেষণা কেন্দ্র গামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডেমিওলিজি অ্যান্ড মাইক্রোবায়োলজির তত্ত্বাবধানে টিকার মেডিকেল ট্রায়াল শেষ হয়েছে। ট্রায়ালের ফলাফল পর্যালোচনা করে জানা গেছে- টিউমার গড়ে ওঠা এবং সেখান থেকে ক্যানসারের কোষ সারা দেহে ছড়িয়ে পড়া রোধ করতে নতুন টিকার কার্যকারিতা বেশ সন্তোষজনক। এর আগে করোনাভাইরাসের টিকা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছিল রাশিয়া। ২০২০ সালের আগস্টে বাজারে আসা টিকা ‘স্পুটনিক’ করোনার প্রথম টিকা। বিশ্বের অন্তত দেড়শটি দেশে করোনা মহামারি প্রতিরোধে স্পুটনিক ব্যবহার করা হয়েছে।
আন্দ্রিয়ে ক্যাপরিন জানান, নতুন টিকা প্রস্তুতে সর্বাধুনিক ম্যাসেঞ্জার আরএনএ বা এমআরএনএ প্রযুক্তি অনুসরণ করা হয়েছে। এ প্রযুক্তিতে টিকা প্রস্তুতের মূল উপকরণ হিসাবে বিশেষভাবে শক্তিশালী তরল প্রোটিনকে ব্যবহার করা হয়। এ প্রোটিন মানবদেহে প্রবেশের পর রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রশিক্ষিত করে তুলবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]