আরিফ হাজরা, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় শফিকুল ইসলাম (২৫) নামে এক যুবককে মারধর করার অভিযোগ উঠেছে। মারধরে আহত ওই যুবক বর্তমানে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি রয়েছে। এ ঘটনায় শফিকুল ইসলামের পিতা বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গত সোমবার উপজেলার কুশলা ইউনিয়নের টিহাটী গ্রামে এ ঘটনা ঘটে।
মারধরের আহত যুবক শফিকুল ইসলাম টিহাটী গ্রামের গাউস সরদারের ছেলে।
গাউস সরদার বলেন, আমাদের গ্রামের জিকির ফকির (৪০) গত কয়েক বছর ধরে তার দুই ছেলেকে নিয়ে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। এরই প্রতিবাদ করায় ঘটনার দিন জিকির ফকির তার দুই ছেলে তারসিদ ফকির(২২) ও রাজু ফকির (২০) কে নিয়ে আমার ছেলে শফিকুল ইসলামকে মারধর করে।
এ বিষয়ে জানার জন্য জিকির ফকিরের সাথে যোগাযোগ করে তাকে পাওয়া যায়নি। তবে তার বড় ছেলে তারসিদ ফকির বলেন, আমরা শফিকুকে মারধর করিনি। সে আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা কোটালীপাড়া থানার এএসআই আলাউদ্দিন বলেন, অভিযোগ পেয়েছি। অভিযোগের তদন্ত চলছে। তদন্তে সত্যাতা পেলে আইনগত ভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।#