আরিফ হাজরা, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধিঃ
গোপালগঞ্জের কোটালীপাড়ায় শখের বসে ইজিবাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে খালে পড়ে সৌদি প্রবাসী কাশেম মোল্লা(৩২)নামে এক যুবক নিহত হয়েছেন।
তিনি কোটালীপাড়া উপজেলার আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে।
নিহত কাশেম মোল্লার ভাই হোসেন আলী মোল্লা বলেন, কিছুদিন আগে আমার ভাই কাশেম সৌদি আরব থেকে বাড়িতে এসেছে।
আজ মঙ্গলবার সকালে সে শখের বসে আমার ইজিবাইক নিয়ে চালাতে যায়।
এ সময় ইজিবাইকটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশের খালে পড়ে যায়।তখন আমরা খাল থেকে কাশেমকে উদ্ধার করে কোটালীপাড়া ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন,সৌদি প্রবাসী কাশেম শখ করে ইজিবাইকটি চালাতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে খালে পড়ে গেলে কাশেম মারা যায়।।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]