আরিফ হাজরা, কোটালীপাড়া উপজেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় তিন বছরের শিশু আয়ান অপহরণের ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় অপহরণকারী মোঃ আমিনুল ইসলাম বাপ্পী (৩৫) কে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় কোটালীপাড়া থানার এসআই সাদ্দাম হোসেন নাটোর জেলার লালপুর থানার ধুপইল গ্রাম থেকে অভিযান চালিয়ে শিশু আয়ানকে উদ্ধার করেন। আয়ান কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী ইউনিয়নের পূর্ণবর্তী গ্রামের হাইজুল মিয়ার ছেলে।
শনিবার (২ সেপ্টেম্বর) সকালে কোটালীপাড়া থানার ওসি খন্দকার হাফিজ উদ্দিন সংবাদ সম্মেলনে জানান, গত বৃহস্পতিবার আয়ানের মা পাকিজা বেগম থানায় এসে মামলা দায়ের করেন। মামলার সূত্র ধরে পুলিশ সুপার মিজানুর রহমানের দিকনির্দেশনায় তথ্য-প্রযুক্তির সহায়তায় মাত্র এক দিনের মধ্যে শিশুটিকে সুস্থ-অক্ষত অবস্থায় উদ্ধার সম্ভব হয়।
গ্রেপ্তারকৃত বাপ্পী নাটোর জেলার ধুপইল গ্রামের আবুল হোসেনের ছেলে। কয়েক মাস আগে ফেসবুকের মাধ্যমে আয়ানের মা পাকিজা বেগমের সঙ্গে পরিচয় হয় তার। প্রথমে ‘বোন’ পরিচয়ে আত্মীয়তা গড়ে তোলে বাপ্পী। সেই সুযোগে ঘনিষ্ঠতা তৈরি করে কৌশলে আয়ানকে অপহরণ করে নিয়ে যায়।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাদ্দাম হোসেন বলেন, “অভিযুক্ত বাপ্পীকে আমরা চিহ্নিত করার পরপরই অভিযান চালিয়ে শিশু আয়ানকে তার বাড়ি থেকে উদ্ধার করি।”
অভিযান শেষে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আয়ানের পরিবার। শিশু আয়ানের মা পাকিজা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন,
“আমি থানায় মামলা করার ২৪ ঘণ্টার মধ্যে আমার সন্তানকে উদ্ধার করা হয়েছে। এজন্য কোটালীপাড়া থানার পুলিশকে ধন্যবাদ জানাই।”