রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
কোটালীপাড়া কাজী মন্টু কলেজে পরিচিত সভা ও সংবর্ধনা
মো: হোসেন আলী,গোপালগঞ্জ জেলা প্রতিনিধি: গোপালগঞ্জের কোটালীপাড়ায় কাজী মন্টু কলেজে ম্যানেজিং কমিটির পরিচিত সভা ও সভাপতি সামিরা মিলারা রিটা কে সংবর্ধনা প্রদান করেছেন কাজী মন্টু কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
আজ রবিবার, দুপুরে কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি সামিরা মিলারা রিটা ও প্রতিষ্ঠাতা সদস্য কাজী অমিত মাহম্মুদ কাজী মন্টু কলেজের গেটে পৌঁছালে তাদেরকে ফুল দিয়ে বরন করে নেন শিক্ষার্থীরা।
এসময় তাদের সফরসঙ্গী হিসেবে আরো উপস্থিত ছিলেন কলেজের আজীবন সদস্য গোলাম মাওলা। পরিচিত সভায় কাজী মন্টু কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুবল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ বিমলেন্দু সরকার, উপস্থিত ছিলেন মানবাধিকার কমিশনের কোটালিপাড়া উপজেলা সাধারণ সম্পাদক ও কোটালিপাড়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক মো মাহাবুব সুলতান
কাজী মন্টু কলেজের প্রতিষ্ঠাতা কাজী মন্টুর জেষ্ঠ্য কন্যা ও বর্তমান ম্যানেজিং কমিটির সভাপতি সামিরা মিলারা রিটা কলেজে শিক্ষকদের সাথে পরিচিত হয়ে কুশল তাদের উদ্দেশ্য দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন। এসময় সভাপতি তার পিতার সৃতিচারণ করে বলেন এই প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা যেন তাদের পড়াশোনা নিশ্চিত করতে পারে। তিনি অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে এই কলেজটি প্রতিষ্ঠা করেছিলেন এই প্রতিষ্ঠাটি যেন মান অক্ষুণ্ণ রেখে আগামীতে আরো সাফল্য পেতে পারে এজন্য সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.