আরিফ হাজরা কোটালীপাড়া প্রতিনিধি: গোপালগঞ্জে কোটালীপাড়ায় ভাঙ্গাড়ি টোকাতে গিয়ে ককটেল বিস্ফোরণে লালমোন নেছা (৫৫)নামে এক নারী আহত হয়েছেন।তিনি কোটালীপাড়া উপজেলার চৌরখুলি গ্রামের আশরাফ আলি সরদারের স্ত্রী।
আজ বৃহস্পতিবার(২০ নভেম্বর)বিকেলে রাধাগঞ্জ এলাকার বিভিন্ন স্থান থেকে ভাঙ্গাড়ি টুকিয়ে এনে জড়ো করে রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের ২৫/৩০ ফুট দূরে বিশ্রাম নিচ্ছিলেন।এসময় তিনি টোকানো মালামাল নিয়ে নাড়াচাড়া করছিলেন।
এরমধ্যে গোলাকৃতির একটি বস্তু দেখে সেটি হাতে নিয়ে নাড়াচাড়া করতে গেলে তা হাতের উপর বিস্ফোরিত হয়। এতে বাম হাতের ২/৩ টি আঙ্গুল বেশ ক্ষতিগ্রস্ত্র হয়।বেশ রক্তক্ষরনও হয়।
রাধাগঞ্জ কুঁড়েঘর রেস্টুরেন্টের মালিক মুকুল ফকিরের ছেলে হৃদয় ফকির বলেন, তাদের হোটেলের কিছুটা দূরে ওই মহিলা টোকাই বিভিন্ন ভাঙ্গাড়ি এনে বিশ্রাম নিচ্ছিলেন।
হঠাৎ প্রচন্ড শব্দ শুনে তিনি বাইরে গিয়ে দেখেন ওই মহিলা আহত হয়েছেন।তাকে আমরা দ্রুত কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই।
কোটালীপাড়া ১০০ শয্যার হাসপাতালের কর্ব্যরতঃ চিকিৎসক ডাঃ আবির আহম্মেদ জানিয়েছেন, ককটেল জাতীয় কিছু বিস্ফোরিত হয়ে ওই নারী আহত হয়েছেন।তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
কোটালীপাড়া থানার অফিসার ইন চার্জ(ওসি) খন্দোকার হাফিজুর রহমান ককটেল বিস্ফোরনে এক নারী আহত হবার কথা নিশ্চিত করে বলেন, আহত নারী কোটালীপাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছেন।তারা বিষয়টি ক্ষতিয়ে দেখছেন বলেও জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]