গোপালগঞ্জ থেকে হোসেন আলী: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ রথীন বিশ্বাসের সমাধিতে কোটালীপাড়া উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপি, পৌর বিএনপির নেতাকর্মী ও বৈষম্যবিরোধেী ছাত্র আন্দোলনে আহত শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেছে।
মঙ্গলবার সকাল ৮ টায় গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার শুয়াগ্রামে শহীদ
রথীন বিশ্বাসের সমাধিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়।সময় উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুম বিল্লাহ, কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, শহীদ রথিনের ভাই বিপ্লব বিশ্বাস, ভাবী মাধুরী বিশ্বাস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত আবদুল্লাহ বিশ্বাস, ইমরান বিশ্বাস, রাজু তালুকদার ও হামিম বিশ্বাস, কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এসএম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আবুল বাশার হাওলাদার, পৌর বিএনপি’র সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, সাধারণ সম্পাদক অলিউর রহমান হাওলাদার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ছলেমান শেখ, শুয়াগ্রাম ইউনিয়ন পরিষদেন প্যানেল চেয়ারম্যান জাহাঙ্গীর খান, প্রশাসনিক কর্মকর্তা সুজয় কুমার উপস্থিত ছিলেন।
শহীদ রথিন বিশ্বাস উপজেলার শুয়াগ্রামের মৃত দানিয়েল বিশ্বাস ও শেফালী বিশ্বাসের ছেলে।
উল্লেখ্য গত বছর ৫ আগস্ট বিকালে গণঅভ্যুত্থানের পর জাতীয় সংসদভবন এলাকায় বিজয় মিছিলে গিয়ে আহত হন রথিন বিশ্বাস। ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সাইন্স এন্ড হাসপাতালে ভর্তি করা হলে ওইদিন রাতে তার মৃত হয়। পরদিন কঠোর গোপনীয়তার মধ্যে লাশ গ্রামের বাড়িতে এনে বাবা-মায়ের সমাধির পাশে সমাধিস্থ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, মো. মাসুম বিল্লাহ বলেন, রথীন বিশ্বাসসহ জুলাই অভ্যুত্থানে সকল নিহত ও আহতদের পাশে উপজেলা প্রশাসন আছে এবং থাকবে।