রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৪ জুলাই ২০২৫ | ২০ আষাঢ় ১৪৩২ | ৮ মহর্রম ১৪৪৭
কেশবপুরে সাম্প্রদায়িক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুরে উদীচী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে শুক্রবার বিকেলে ত্রিমোহিনী মোড় চত্বরে সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদী সঙ্গীত পরিবেশিত হয়েছে।মানববন্ধনে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। উদীচী শিল্পীগোষ্ঠীর কেশবপুর শাখা সংসদের সভাপতি অনুপম মোদকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিমাই চাঁদ নন্দনের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন উপজেলা নাগরিক সমাজের সভাপতি অ্যাডভোকেট আবু বকর সিদ্দীক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, খেলাঘর আসরের সভাপতি আব্দুল মজিদ, সদস্য সচিব সৈয়দ আকমল আলী, চিকিৎসক সৌমেন বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানে প্রতিবাদী সঙ্গীত পরিবেশন করেন উদীচীর শিল্পীরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.