রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ১৫ জুলাই ২০২৫ | ৩১ আষাঢ় ১৪৩২ | ১৯ মহর্রম ১৪৪৭
কেশবপুরে ভেমরুলের কামড়ে যুবকের মৃত্যু
ঝন্টু কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামে ভেমরুলের কামড়ে রাশিদুল জোয়ার্দার (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।এলাকাবাসি সূত্রে জানাগেছে, কেশবপুর উপজেলার চুয়াডাঙ্গা গ্রামের মৃত পিরবক্স জোয়ার্দারের ছোট ছেলে রাশিদুল জোয়ার্দার রোববার বিকেলে বাড়ির পাসে বাগানে গাছের ডাল কাটতে গিয়েছিল। গাছের ডাল কাটার সময়ে ডালে থাকা ভেমরুলের চাক তার গায়ের উপর পড়ে। তাৎক্ষণিক ভেমরুল কামড়ালে তার সমস্ত শরীর ফুলে যায়। তাৎক্ষণিক তাকে স্থানীয় ডাক্তারের নিকট নেওয়া হয়। পরে অবস্থা অবনতি হলে রাত ১টার সময় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সোমবার ভোর সাড়ে চারটার সময় চিকিৎসাধীন অবস্থায় রাশিদুল জোয়ার্দার মারা যায়। । মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক পূত্র ও এক কন্যা-সহ অসংখ্য গুণাগ্রাহী রেখে গেছেন। তাঁর এই অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.