রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২ জুলাই ২০২৫ | ১৮ আষাঢ় ১৪৩২ | ৬ মহর্রম ১৪৪৭
কেশবপুরে দুই সাংবাদিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত
কেশবপুর যশোর প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যশোরের কেশবপুরের দুই সাংবাদিক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেঙ্গু রুগিদের জন্য নির্ধারিত কেবিনে চিকিৎসাধীন রয়েছেন।দৈনিক গ্রামের কাগজ ও আজকের পত্রিকার কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু জ্বরে আক্রান্ত হয়ে শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।চিকিৎসকরা রোববার রক্তের পরীক্ষা করালে তার শরীরে ডেঙ্গু জ্বর ধরা পড়ে। কামরুজ্জামান রাজু কেশবপুর প্রেসক্লাবের সদস্য।অপরদিকে দৈনিক কালের কন্ঠের কেশবপুর প্রতিনিধি নূরুল ইসলাম খান শুক্রবার জ্বরে আক্রান্ত হয়ে বাড়িতে থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মাসুম বিল্লাহর চিকিৎসা নিচ্ছিলেন। রোববার তার রক্তের পরীক্ষা নিরীক্ষায় ডেঙ্গু জ্বর ধরা পড়ে। রোববার বিকেলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। নূরুল ইসলাম খান কেশবপুর প্রেসক্লাবের নির্বাহী কমিটির সদস্য।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসানুল মিজান রুমি বলেন, রোববার সাংবাদিক নূরুল ইসলাম খান ও সাংবাদিক কামরুজ্জামান রাজুর ডেঙ্গু জ্বর ধরা পড়েছে। তাদের শরীর কিছুটা দুর্বল তবে চিকিৎসা চলছে। চিকিৎসার পর তাদের শারীরিক অবস্থা উন্নতির দিকে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.