মিহির , খুলনা:তরুণ সমাজকে আর্থিকভাবে সচেতন করে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখার উদ্যোগে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ (১ সেপ্টেম্বর – ১৫ সেপ্টেম্বর) বিশেষ কর্মসূচি পালন করেন । ধারাবাহিক কর্মসূচীর ১৫ সেপ্টেম্বর শেষ দিনে শিক্ষিত বেকার তরুণ তরুণীদের নিয়ে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫ । সকাল ১০ টায় জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক,মোঃ রুকনুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়, খুলনার মহাব্যবস্থাপক-ইনচার্জ, আবুল কালাম আজাদ, জনতা ব্যাংক বিভাগীয় কার্যালয়, খুলনার উপ-মহাব্যবস্থাপক, মোঃ মফিজুল ইসলাম, জনতা ব্যাংক এরিয়া অফিস, খুলনার উপ-মহাব্যবস্থাপক, মোঃ জাকির হোসেন।
জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখা ইনচার্জ মোঃ আঃ হামিদ শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে শিক্ষিত বেকার তরুণ তরুণীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ব্যাংক, খুলনার নির্বাহী পরিচালক,মোঃ রুকনুজ্জামান বলেন, “বর্তমান সময়ে ব্যাংকিং খাতের আধুনিক সেবা সম্পর্কে তরুণদের সচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল লেনদেন, নিরাপদ সঞ্চয়, এবং আর্থিক পরিকল্পনায় যুব সমাজ এবং শিক্ষিত বেকার তরুণ তরুণীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে।”
জনতা ব্যাংক কুয়েট কর্পোরেট শাখা ইনচার্জ মোঃ আঃ হামিদ শেখ সভাপতির বক্তৃতায় বলেন, ১ সেপ্টেম্বর – ১৫ সেপ্টেম্বর তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষ্যে গ্রাহক সেবা পক্ষ এই আয়োজনের মাধ্যমে আমরা তরুণদের মাঝে আর্থিক স্বাক্ষরতা ছড়িয়ে দিতে চাই, যাতে তারা ভবিষ্যতে আরও আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারে।”
অনুষ্ঠানে বক্তারা ব্যাংকের তরুণ প্রজন্মের আর্থিক ক্ষমতায়ন এবং আধুনিক গ্রাহক সেবা সংক্রান্ত বিষয় তুলে ধরেন। এ আয়োজনের মাধ্যমে তরুণদের আর্থিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যাংকিং সেবার গুরুত্ব সম্পর্কে বাস্তব ধারণা দেওয়া হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]