রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ১৪ মহর্রম ১৪৪৭
কুড়িগ্রামে ট্রাক্টরের চাকায় পৃষ্ঠ হয়ে শিশুর মৃত্যু
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামে ইটভাটার মাটি পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাক্টরের চাকায় পিষ্ঠ হয়ে ইমরান হোসেন সাদিক (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে উপজেলার নেওয়াশী ইউনিয়নের গাগলা বাজার স্বংলগ্ন মাস্টারপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন সাদিক নেওয়াশী ইউনিয়নের বলদিটারী মাস্টারপাড়া এলাকার ইছা মিয়ার ছেলে। স্থানীয়রা জানায়, বাড়ির সামন দিয়ে এ.এন ব্রিকস ইটভাটার ট্রাক্টর যাতায়াতের সময় শিশুটি ট্রাক্টরে ওঠার বায়না ধরলে ওর মা সাদিয়া বেগম শিশুটিকে ট্রাক্টরে তুলে দেয়। দু'বার যাতায়াতও করে। তৃতীয়বারে ভাটার কাছের উঁচু স্থানে ওঠার সময় ট্রাক্টর থেকে পরে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর দুই পক্ষের সমঝোতায় মরদেহ স্বজনদের হস্তান্তর করে। নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবিউল হাসান জানান, শিশুটির পরিবার অভিযোগ করতে চায়নি। এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.