রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ৯ জানুয়ারি ২০২৬ | ২৫ পৌষ ১৪৩২ | ১৯ রজব ১৪৪৭
কুষ্টিয়ার মিরপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
কুষ্টিয়ার মিরপুরে এক সড়ক দুর্ঘটনায় আশিকুল ইসলাম (২০) নামের একজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে আটটায় কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কের মিরপুর ভাঙ্গা বটতলা এলাকায় এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।
নিহত আশিকুল ইসলাম মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের মহন আলীর ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মেহেরপুর থেকে কুষ্টিয়াগামী সবজির ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটি মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মিরপুর থানার ওসি শহিদুল ইসলাম ঘটনাস্থলের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2026 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.