কুষ্টিয়ার দৌলতপুরে ছেলের হাতে বাবা খুনের অভিযোগ পাওয়া গেছে। বুধবার সকাল ৮টার দিকে উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নের গরুড়া কলেজ বাজার ঈদগাহপাড়া এলাকায় নিজ বাড়ি থেকে নিহত মোস্তফা আলী (৬৫) নামে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে দৌলতপুর থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ছেলে বাবু হোসেনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে। নিহত মোস্তফা আলী একই এলাকার মৃত মেছের আলীর ছেলে। তিনি বাজারে সিঙ্গাড়া, পেঁয়াজি ও জিলাপি বিক্রি করতেন। এ ঘটনায় নিহতের ভাই মোমিন আলী বাদী হয়ে দৌলতপুর থানায় একটি হত্যার অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয়দের ধারণা, ঝগড়া বিবাদের জের ধরে রাতের কোনো এক সময় ছেলে বাবু তার বাবাকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে পালিয়ে যায়। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]