
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে স্থানীয় বিদ্যুৎ উপকেন্দ্রের দুই কর্মী নিহত হয়েছেন।আজ রোববার (৬ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪ ঘটিকার দিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের লোয়াইউনি চা বাগান এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।এই বিষয়ে জানা যায় নিহত মোটরসাইকেল আরোহী দুইজন হলেন কুমিল্লা জেলার বাসিন্দা বুলবুল মিয়া (৪২) ও ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দাফখর উদ্দিন (২৫)। তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রের কর্মচারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন।এই ব্যাপারে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রোববার বিকেলে বুলবুল ও ফখরউদ্দিন অফিসের কাজে মোটর সাইকেল যোগে মৌলভীবাজার যাচ্ছিলেন। মৌলভীবাজার আঞ্চলিক মহাসড়কের ব্রাহ্মণবাজারের লোয়াইউনি চা বাগান এলাকায় পৌঁছামাত্র বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী বাস (মৌলভীবাজার-জ-০৫-০০৮) নিহতদের মোটর সাইকেলটিকে (সিলেট-ল-১২-২৩৩১) চাপা দেয়।এতে ঘটনাস্থলে বুলবুল ও ফখরউদ্দিন মারা যান। স্থানীয়রা খবর দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থল থেকে নিহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।এ দিকে কুলাউড়া থানার উপ পরিদর্শক (এস আই) আব্দুর রহিম বলেন, তাঁরা কুলাউড়া বিদ্যুৎ উপকেন্দ্রে চাকরি করেন।বাসটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার পরপরই চালক ও সহযোগী পালিয়ে গেছে। নিহতদের আত্মীয়স্বজনের সাথে আলাপ করে লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
                     
                    
                    
                    
	
				
		no views