
কুমিল্লার লালমাইয়ে ১৫ বছর বয়সী এক কিশোরীকে বাড়ির পিছনের বাগানে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী মামুনের (৪০) বিরুদ্ধে। গত ১১ জানুয়ারি (রবিবার) রাত আট টায় উপজেলার বাগমারা উত্তর ইউনিয়নের নাওড়া গ্রামের জাহাঙ্গীর সরদারের বাগানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী ওই কিশোরীর বাবা ইসমাইল হোসেন ১৮ জানুয়ারি (রবিবার) সন্ধ্যায় বাদী হয়ে অভিযুক্ত মামুনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে লালমাই থানায় একটি মামলা দায়ের করেন৷ অভিযুক্ত মামুন নাওড়া গ্রামের মন্তাজ সরদার এর ছেলে৷ ভুক্তভোগী ওই কিশোরী বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) চিকিৎসাধীন রয়েছে।
এজাহার সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি রাত আনুমানিক ৮টায় ভুক্তভোগী ওই কিশোরী প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে গেলে তাকে জোরপূর্বক বাড়ির পিছনের বাগানে নিয়ে যায় মামুন৷ পরে প্রাণনাশের ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ করে।
ভুক্তভোগীর পিতা ইসমাইল হোসেন বলেন, “ঘটনার সময় আমি বাড়িতে ছিলাম না, আমার স্ত্রী এশার নামাজ পড়ছিলেন৷ এই সুযোগে মামুন আমার মেয়েকে জোড়পূর্বক ধর্ষণ করে৷ আগে থেকেই আমার মেয়ের উপর কু-নজর ছিলো। আমার মেয়েটি বর্তমানে হাসপাতালের ওসিসি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আছে। আমি একজন সাধারণ অটোচালক। আমি এই অন্যায়ের বিচার চাই। আমি দ্রুত তাকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই৷”
no views