রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ৯ নভেম্বর ২০২৫ | ২৪ কার্তিক ১৪৩২ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৭
কুমারখালীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০
রাকিবুল ইসলাম বিশেষ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুষ্টিয়ার কুমারখালীতে স্কুল পরিচালনা পরিষদের নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র, ইট-পাটকেল, লাঠিসোটা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ায় লিপ্ত হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন। এ ছাড়া বেশকিছু ঘরবাড়ি-দোকানপাট ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। কুমারখালীতে আ.লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩০ সোমবার (২১ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার পান্টি ইউনিয়নের সান্দিয়ারা বাজার ও বশীগ্রাম ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। এদিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দু’পক্ষের ছত্রভঙ্গ করে দেয়। এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে পুলিশ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.