আব্দুল খালেক রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি রৌমারীতে নিখোঁজের ৩০ ঘন্টা পর সহিতন বেওয়া (৮০) নামের এক বৃদ্ধ নারীর লাশ বাড়ির পাশে পুকুরের পানি থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৯ টার দিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলার রৌমারী শৌলমারী ইউনিয়নের ঝুনকির গ্রাম এলাকায় পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ১২ টার দিকে বৃদ্ধনারী সহিতন বেওয়া সবার অজান্তে নিজ ঘর থেকে বেরিয়ে যায়। পরেরদিন সকালে পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে ঘরের দরজা খোলে দেখেন তিনি ঘরের ভিতর নেই। পরে পরিবারের লোকজন বিভিন্ন এলাকায় ও আত্মীয় স্বজনের কাছে খোজেও তার সন্ধান পাওয়া যায়নি। তাকে খোজে না পাওয়ায় রৌমারী থানায় অবগত করা হয়।
দীর্ঘ ৩০ ঘন্টা পর বাড়ির পাশে পুকুরের পানিতে বৃদ্ধনারীর লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশ ও নিহতের স্বজনদের খবর দিলে তারা লাশ সনাক্ত করেন। নিহত নারী একই উপজেলার ঝুনকির চর গ্রামের মৃত্যু জহর আলীর স্ত্রী বলে জানা গেছে। নিহতের ছেলে শাহাবুদ্দিন মিয়া বলেন, সবার অজান্তে আমার মা ঘর থেকে বেরিয়ে যায়। তিনি শাররীক ভাবে অসুস্থ। অনেক জায়গায় খোজাখুজি করেছি সন্ধান পাইনি। এলাকাবাসি বৃহস্পতিবার সকালে পুকুরের পানিতে ভাসতে দেখে আমাদের খবর দেয়। পরে দেখি আমার মায়ের লাশ।
স্থানীয় ইউপি সদস্য সাইফুল ইসলাম বৃদ্ধনারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
রৌমারী থানার অফিসার ইনচার্জ কাওছার আলী বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ সনাক্ত করা হয় এবং পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]