রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১০ জুলাই ২০২৫ | ২৬ আষাঢ় ১৪৩২ | ১৪ মহর্রম ১৪৪৭
কুড়িগ্রামে সাংবাদিক রোজিনার মুক্তির দাবীতে মানববন্ধন
ইউনুছ কুড়িগ্রাম জেলা প্রতিনিধি, দৈনিক শিরোমণিঃ
দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার ও হেনস্তাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রৌমারী প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে বক্তব্য দেন, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, সাধারণ সম্পাদক জিতেন চন্দ্র দাস, সাংবাদিক ইউনুছ আলী,শওকত আলী, এসএম হুমায়ুন কবির, এসএম মোমেন, ইয়াছির আরাফাত ,নাহিদ প্রমুখ।বক্তারা অবিলম্বে সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, মামলা প্রত্যাহার এবং তাকে হেনস্তাকারী স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাদের দ্রুত বিচারের আওতায় আনার জোর দাবি জানান। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুশিয়ারী দেন স্থানীয় সাংবাদিকরা।মানববন্ধনে রৌমারী প্রেসক্লাবের সকল সদস্য অংশ নেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.