রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ১১ জুলাই ২০২৫ | ২৭ আষাঢ় ১৪৩২ | ১৫ মহর্রম ১৪৪৭
কুড়িগ্রামের রৌমারীতে লজিক প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত
ইউনুছ কুড়িগ্রাম জেলাপ্রতিনিধি দৈনিক শিরোমণিঃ কুড়িগ্রামের রৌমারীতে লোকাল গভর্নমেন্ট ইনিশিয়েটিভ অন ক্লাইমেন্ট চেঞ্জ (লজিক) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে সিআরএফ পার্টনারদের সহায়তা পরিসেবা নিশ্চিতকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৬ নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় রৌমারী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এসভা অনুষ্ঠিত হয়।সভায় উপজেলা নিবার্হী কর্মকর্তা মো. আল ইমরানের সভাপতিত্বে প্রধান অতিথির হিসাবে ভিডিও কলে বক্তব্য রাখেন, কুড়িগ্রামের স্থানীয় সরকারের উপ পরিচালক জিলুফা সুলতানা, উপস্থিত থেকে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ, এছাড়া বক্তব্য রাখেন, রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ, রৌমারী প্রেসক্লাব সভাপতি সুজাউল ইসলাম সুজা, রৌমারী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, শৌলমারী ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিল, বন্দবেড় ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল কাদের, রৌমারী সদর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, দাঁতভাঙ্গা ইউপি চেয়ারম্যন রেজাউল ইসলাম রেজা, লজিক প্রকল্পের কুড়িগ্রাম জেলা ক্লাইমেন্ট চেঞ্জ প্রকল্পের কো-অডিনেটর মো. মুছা, কুড়িগ্রাম জেলা ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের ফিন্যান্স কো- অডিনেটর খোকন কুমার কুন্ডু, লজিক প্রকল্পের রৌমারী উপজেলা সমন্বয়কারি নজরুল ইসলাম প্রমূখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.