কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি মো:মনিরুজ্জামান:
নীলফামারীর কিশোরগঞ্জে অধিক লাভের আশায় আগাম জাতের শীতকালীন সবজি ফুলকপি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। তবে আবহাওয়া অনুকূলে হওয়ায় ভালো পরিচর্যা করা হলে বাম্পার ফলনের সম্ভাবনা থাকায় আগাম জাতের শীতকালীন সবজি চাষে ঝুঁকছেন এ উপজেলার কৃষকেরা।
আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার চাঁদখানা ইউনিয়নের চাঁদখানা ঋষিপাড়া এলাকায় প্রখর রোদে জমিতে শীতকালীন সবজি হিসেবে ফুলকপি চাষ করছেন কৃষকেরা। আবার কেউ কেউ সবজি ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত হয়ে পড়েছেন।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, গত রবি মৌসুমে এ উপজেলায় ৮শ ২৫ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এবছর সবজি আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৮'শ ৪০ হেক্টর জমি। যা গত বছরের লক্ষ্যমাত্রার চেয়ে ১৫ হেক্টর বেশি।
চাঁদখানা ইউনিয়নের কৃষক ভবেশ বলেন, প্রতি বছরেই আগাম জাতের শীতকালীন সবজি চাষ করে থাকি। এ বছরও ১০ বিঘা জমিতে শীতকালীন সবজি হিসেবে ফুলকপি চাষ করেছি। শীতকালীন অন্যান্য সবজির মধ্যে ফুলকপি চাষে অনেক লাভবান হওয়া যায়। প্রতি বিঘা'য় ফুলকপি চাষে খরচ হবে ৫০ হাজারের মতো। আর যদি সবজির বাম্পার ফলন হয় প্রতি বিঘা জমিতে ফুলকপি বিক্রি হবে দেড় লাখ টাকারও বেশি।
একই এলাকার কৃষক অনন্ত জানান, আগাম জাতের শীতকালীন সবজি চাষে বেশি ঝুঁকি থাকলেও অধিক লাভের আশায় আগাম ফুলকপি চাষ করছি। আশা করছি আবহাওয়া অনুকূল ভালো থাকলে ও বাজারদর ভালো পেলে আগাম সবজি চাষে বেশ লাভ হবে
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]