মো :মনিরুজ্জামান, কিশোরগঞ্জ উপজেলা প্রতিনিধি:নীলফামারী গোয়েন্দা পুলিশের অভিযানে ০৩ জন ভিসা প্রতারণা সহ অনলাইন জুয়ারী গ্রেফতার।
মাননীয় পুলিশ সুপার, নীলফামারী জনাব এ. এফ. এম. তারিক হোসেন খান মহোদয়ের নির্দেশক্রমে পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ আকতার হোসেন এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার জিডি নং-১১৭, তাং-১৪/১০/২০২৫ ইং মূলে জেলা গোয়েন্দা শাখা, নীলফামারীর একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করিয়া সৈয়দপুর থানাধীন কাশিরাম বেলপুকুর ইউনিয়নের কুঠিরঘাট ব্রিজ সংলগ্ন হাজারি হাট গামী পাকা রাস্তার উপর পৌছা মাত্রই ডিবি পুলিশের উপস্থিতি টের পাইয়া পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার, ফোর্সের সহায়তায় ধৃত আসামী ১। মোঃ হাসান আলী (২১) পিতা- মোঃ আশরাফ আলী মাতা- মোছাঃ হাছনা বানু, ২। মোঃ নাজাতুল ইসলাম (২৬) পিতা- মোঃ তাজুল ইসলাম মাতা- মোঃ লজিফা বেগম, ৩। মোঃ জেবিন আল মামুন (২৫) পিতা- মোঃ মোজাহারুল ইসলাম, মাতা- মোছাঃ জেসমিন আক্তার সর্ব সাং- চওড়া বালাপাড়া, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারীদেরকে আটক করিতে সক্ষম হয়। বিধি মোতাবেক তাহাদের দেহ তল্লাশী করিয়া ২টি মোবাইল ফোন উদ্ধার পূর্বক বিধি মোতাবেক ইং১৪/১০/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৪৫ ঘটিকার সময় জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। প্রাথমিকভাবে তাহাদের মোবাইল ফোন ২টি পর্যালোচনা ও জিজ্ঞাসাবাদে ভিসা প্রতারণা ও অনলাইন কেসিনো খেলার সাথে জড়িত মর্মে জানা যায়।
৮। আটককৃত/অভিযুক্ত ব্যক্তির নাম ঠিকানা: ধৃত আসামী
১। মোঃ হাসান আলী (২১) পিতা- মোঃ আশরাফ আলী মাতা- মোছাঃ হাছনা বানু, ২। মোঃ নাজাতুল ইসলাম (২৬) পিতা- মোঃ তাজুল ইসলাম মাতা- মোঃ লজিফা বেগম, ৩। মোঃ জেবিন আল মামুন (২৫) পিতা- মোঃ মোজাহারুল ইসলাম, মাতা- মোছাঃ জেসমিন আক্তার সর্ব সাং- চওড়া বালাপাড়া, কাশিরাম বেলপুকুর ইউনিয়ন, থানা-সৈয়দপুর, জেলা-নীলফামারী।
০৯। গৃহীত ব্যবস্থা: ১। সৈয়দপুর থানার মামলা নং-১৪, জিআর-২২৩/২০২৫, তাং-১৫/১০/২০২৫ খ্রিঃ। ধারা- সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এর ১৭(২)(খ)/১৮(২)(গ)/২০(২)/২১(২)/২৪(২)/২৭(২)(১) ধারা রুজু করা হইয়াছে।