ওমর ফারুক,চাঁদপুর জেলা প্রতিনিধি:বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর সদর উপজেলা শাখার উদ্যোগে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের মাঝে শিক্ষা বৃত্তি, সম্মাননা স্মারক ও সার্টিফিকেট বিতরণ করা হয়।
শনিবার বিকেলে শহরের জোড়পুকুরপাড়স্থ ওয়াইডব্লিউসিএ নার্সারি বিদ্যালয়ের হলরুম সদর উপজেলা শাখার সভাপতি লায়ন মো. গোলাম হোসেন টিটুর সভাপতিত্বে বৃত্তির সার্টিফিকেট ও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চাঁদপুর জেলার সভাপতি ও ব্যাংক কলোনি মডার্ন শিশু একাডেমির অধ্যক্ষ ওমর ফারুক।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ ওমর ফারুক বলেন,সুশিক্ষা জাতির মেরুদণ্ড, আর সেই মেরুদণ্ডকে দৃঢ় ও সুসংগঠিত করে গড়ে তোলার গুরু দায়িত্ব আমাদের সম্মানিত শিক্ষক সমাজের কাঁধে।
আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই, তাহলে আমাদের প্রথম কাজ হলো শিক্ষকদের মান উন্নয়নে যথাযথ উদ্যোগ গ্রহণ। একজন শিক্ষক কেবল পাঠদানই করেন না, তিনি নৈতিকতা, নেতৃত্ব, এবং মূল্যবোধের আদর্শও স্থাপন করেন। তাই শিক্ষকদের প্রশিক্ষণ ও পেশাগত দক্ষতা উন্নয়ন এখন সময়ের দাবি।
বর্তমান বিশ্বে জ্ঞান ও প্রযুক্তির যে দ্রুত পরিবর্তন ঘটছে, তাতে পুরনো পদ্ধতির ওপর নির্ভর করে শিক্ষাদান কার্যক্রম পরিচালনা করা যথেষ্ট নয়। তাই নিয়মিত প্রশিক্ষণ, আধুনিক শিক্ষা পদ্ধতি, ডিজিটাল উপকরণের ব্যবহার এবং পাঠদানের নতুন কৌশলসমূহ সম্পর্কে জ্ঞান অর্জন অপরিহার্য।
আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আশা করি আপনারা নতুন কিছু শিখবেন, ভাবনার নতুন দিগন্ত উন্মোচিত হবে, এবং তা শ্রেণিকক্ষে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও প্রেরণাদায়ক পরিবেশ তৈরি করবেন।
আমরা একসঙ্গে কাজ করলে আমাদের শিক্ষাব্যবস্থা অবশ্যই আরো শক্তিশালী ও উন্নত হবে।
সদর উপজেলার সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের জেলা সেক্রেটারী এস বি সবুজ ভদ্র।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাসোসিয়েশনের জেলা শাখার সহ-সভাপতি, সহকারী অধ্যাপক আল্লামা মাহফুজ উল্যাহ ইউসূফী, মতলব দক্ষিণ উপজেলা সভাপতি মোঃ ফারুক আহমেদ বাদল, হাজিগঞ্জ উপজেলা শাখার সভাপতি মোঃ আখতার হোসেন, সদর উপজেলার সহ সভাপতি কবিতা সাহা, মাহমুদা খানম, কোষাধ্যক্ষ কাউসার পাটোয়ারী, ফারহানা ইভা, মোবাশ্বেরা রাণী, আইয়ুব আলী, মোঃ কামাল হোসেন, পুতুল, আব্দুল হামিদ মিজী প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন একাডেমির প্রধান শিক্ষক ও সিনিয়র শিক্ষকগণ বিভিন্ন বিষয়বস্তু নিয়ে বক্তব্য রাখেন।
বৃত্তি, সার্টিফিকেটও সম্মাননা স্মারক বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের বিভিন্ন নেতৃবৃন্দ সহ বিভিন্ন একাডেমির শিক্ষক শিক্ষিকা ও আমন্ত্রিত অতিথিবৃন্দ গণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সকলের বক্তব্যে একটি কথা বারবার এসেছে কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা নেতৃবৃন্দ সকলকে আন্তরিক সহযোগিতার কারণে বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন সামনের দিকে এগিয়ে যাচ্ছে একতাবদ্ধ হয়ে,তাই অভিনন্দন বিভিন্ন কার্যক্রমের কারণে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Notifications