গোপালগঞ্জ জেলা প্রতিনিধিঃ- ইমরান শেখ: গোপালগঞ্জ জেলার, কাশিয়ানী উপজেলায় গত ২৭ জানুয়ারী ২০২২ইং বৃহস্পতিবার আনন্দ ও উৎসবমুখর পরিবেশে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
অনুষ্ঠানটি ফোরামের সভাপতি মিল্টন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহিদ ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিতি ছিলেন কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের যুগ্ম সম্পাদক আমাদের অর্থনীতি ও জাগরন টিভির প্রতিনিধি বায়তুল হাসান,যুগ্ম সম্পাদক সাপ্তাহিক সংবাদ পাতার প্রতিনিধি ফারুক আহম্মদ বাবু, সাংগঠনিক সম্পাদক বঙ্গ টিভি' ও দৈনিক দেশ বার্তার প্রতিনিধি ইবাদুল রানা,সাংগঠনিক সম্পাদক সিএনএন বাংলার রায়হান মুন্সি জসিম,বিশিষ্ট সাংবাদিক দৈনিক শিরোমণির প্রতিনিধি ইমরান শেখ, প্রচার সম্পাদক দৈনিক দেশ সেবা'র জেলা ও কোয়ালিটি টিভির উপজেলা প্রতিনিধি আসরাফুজ্জামান,দপ্তর সম্পাদক দৈনিক সংবাদ সারাদেশ এর প্রতিনিধি সহ ফোরামে অন্যান্য সাংবাদিকবৃন্দ।
সভাপতি তার বক্তব্যে বলেন, ২৭ জানুয়ারী ২০২০ইং সালের এই দিনে কাশিয়ানী রিপোর্টার্স ফোরামের জন্ম হয়েছে। যার মুখ্য উদ্দেশ্য হচ্ছে সাংবাদিকদের মান উন্নয়ন ও অধিকার আদায়ের মাধ্যমে সাধারণ জনগণেন মৌলিক অধিকার নিয়ে কাজ করা।
তিনি আরো বলেন, সাংবাদিক ও জনগণের মধ্যে বন্ধুত্বের সৃষ্টি করতে হবে। একজন সাংবাদিক'কে অন্যায় ও দুর্নীতি বিরুদ্ধে সোচ্চার হতে হয়ে সাধারণ জনগণের পাশে থাকতে হবে এবং সাংবাদিক ও জনগণের মধ্যকার দূরত্ব কমাতে হবে। একজন সাংবাদিক'কে তার দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালন করতে হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]