রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৭ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ২ আশ্বিন ১৪৩২ | ২৪ রবিউল আউয়াল ১৪৪৭
কালীগঞ্জে রেললাইনের পাশ থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার
ঝিনাইদহ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয় এক যুবতী মেয়ের লাশ উদ্ধার করেছে রেলওয়ে জিআরপি যশোর পুলিশ। সোমবার (২৯ নভেম্বর) সকালে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার রঘুনাথপুর ও কিয়াবাগান মধ্যবর্তী রেল লাইনের পাশে তার লাশ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। স্থানীয়রা জানান, সোমবার সকালে মোবারকগঞ্জ- বারবাজার রেল স্টেশনের মধ্যবর্তী ২৬-২৭ নম্বর ব্রীজের মাঝে রেল লাইনের পাশে এক অজ্ঞাত যুবতী মেয়ের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।যশোর জিআরপি পুলিশ ফাড়ির এস আই শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুপুর দেড়টার সময় এক অজ্ঞাত যুবতী ৩০-৩৫ বয়সের মেয়ের লাশ উদ্ধার করে ময়না তদন্তে যশোর ২৫০ শয্যা হাসপাতলের মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি সে মানষিক ভারসাম্যহীন, বাকি টা পরে জানা যাবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.