মোঃ পারভেজ ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের পতনের এক বছর পূর্তিতে বিজয় শোভাযাত্রা করেছে উপজেলা ও পৌর বিএনপি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে শহরের সরকারি ভূষণ স্কুল মাঠ থেকে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম
ফিরোজের নেতৃত্বে বিজয় শোভাযাত্রা বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এতে ঝিনাইদহ-৪ সংসদীয় আসনের বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মী অংশ নেয়। এর আগে দুপুরের পর থেকে খণ্ড খণ্ড মিছিল সহকারে
আসতে থাকে নেতাকর্মীরা।
এদিকে বিজয় শোভাযাত্রার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সেখানে বক্তব্য রাখেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪
আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ।
তিনি বলেন, আজকের এই দিনে স্বৈরাচার হাসিনা বিদায় নিয়েছিল।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমরা বিজয়
শোভাযাত্রা করছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। আগামী
নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে জয়লাভ করিয়ে
তারেক রহমানকে উপহার দিতে হবে। এজন্য নেতাকর্মীদের বিতর্কিত
কর্মকাণ্ড থেকে দূরে থাকার নির্দেশনা দেন তিনি।