মোঃ পারভেজ, ঝিনাইদহ জেলা প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে ঝিনাইদহ-যশোর মহাসড়ক ৬ লেনে উন্নীতকরণ প্রকল্পে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থদের ন্যায্য মূল্য ও অধিকার নিশ্চিতকরণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ টায় শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন দৈনিক নবচিত্র পত্রিকার প্রধান সম্পাদক শহিদুল ইসলাম, পৌর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ আবু জাফর, ব্যবসায়ী এমদাদুল ইসলাম, শরিফুল ইসলামসহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের নামে ব্যবসায়িক ও আবাসিক জমি নামমাত্র মূল্যে অধিগ্রহণ করা হচ্ছে।
যেখানে বাজার মূল্য কোটি টাকারও বেশি। সরকার অধিগ্রহণে যে টাকা দিচ্ছে এতে তাদের অনেক ক্ষতি হচ্ছে। অধিগ্রহণে ন্যায্য টাকা প্রদান করা না হলে আগামীতে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা। মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলামের কাছে স্মারকলিপি দেন তারা।