মো: মনিরুজ্জামান চৌধুরী,কালিয়া উপজেলা প্রতিনিধি: কালিয়া প্রেসক্লাবের উদ্যোগে মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল ১১টা ৪৫ মিনিটে মতবিনিময় সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানে সংগঠনের সভাপতি গোলাম মোর্শেদ শেখের সভাপতিত্বে বিভিন্ন সামাজিক, সাংগঠনিক ও পেশাগত বিষয় নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের প্রধান বক্তা হিসেবে প্রেসক্লাবের সভাপতি গোলাম মোর্শেদ শেখ তাঁর বক্তব্যে বলেন,
"সাংবাদিকরা সমাজের সত্যিকারের আয়না। আমরা যদি আমাদের কাজ সঠিকভাবে করি, তবে সমাজের চিত্র বস্তুনিষ্ঠভাবে জনগণের কাছে পৌঁছাবে। সাংবাদিকতার মাধ্যমে শুধু তথ্য পৌঁছানোই নয়, সমাজের প্রতি দায়িত্বও পালন করতে হয়। আমাদের কাজের মাধ্যমে আমরা জনগণের পক্ষে কথা বলি, অসঙ্গতি ও অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করি। প্রেসক্লাবের অন্যতম লক্ষ্য হবে সাংবাদিকদের পেশাগত মর্যাদা বৃদ্ধি, তাঁদের অধিকার নিশ্চিত করা এবং নিরপেক্ষভাবে কাজ করার পরিবেশ তৈরি করা।"
তিনি আরও বলেন, "আজকের এই যুগে, যখন নানা ধরনের বাধা, হুমকি ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি, তখন আমাদের একত্র হয়ে কাজ করার গুরুত্ব আরও বেড়ে গেছে। ঐক্যই শক্তি। কালিয়া প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষা ও সমাজের কল্যাণে কাজ করবে।"
সাধারণ সম্পাদক এস এম আজমল হোসেন তাঁর বক্তব্যে বলেন, "সাংবাদিকদের একতার কোনো বিকল্প নেই। যে সমাজে সাংবাদিকরা যদি নির্ভীকভাবে কাজ করতে না পারেন, সেখানে গণমাধ্যমের শক্তি এবং জনমতের স্বাধীনতা ক্ষতিগ্রস্ত হয়। আমরা প্রতিটি সাংবাদিকের অধিকার রক্ষা করতে এবং পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। কালিয়া প্রেসক্লাব সবসময় সাংবাদিকদের পাশে থাকবে এবং সংগঠনকে শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"
সহ সাংগঠনিক সম্পাদক জুয়েল চৌধুরী বলেন,
"কালিয়া প্রেসক্লাব সাংবাদিকদের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল হতে হবে। আমাদের কাজের গুণগত মান বাড়ানোর পাশাপাশি, সাংবাদিকদের সম্মান ও নিরাপত্তা রক্ষা করাও আমাদের অন্যতম দায়িত্ব। একই সঙ্গে আমাদের মধ্যে আন্তরিকতা এবং সহমর্মিতা গড়ে তোলাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।"
এছাড়াও সভায় বক্তৃতা করেন সহ-সভাপতি এস এম মাছুম রহমান, মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেদ কামান, সহ-সাংগঠনিক সম্পাদক চৌধুরী জুয়েল রানা, অর্থ সম্পাদক এস এম সাফায়েত হোসেন, প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ বাবলু মল্লিক সহ অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা তাঁদের বক্তব্যে জানান,"এখনও অনেক সাংবাদিককে বিভিন্ন ধরনের হুমকি-ধামকি ও অবহেলার শিকার হতে হয়, তবে আমরা ঐক্যবদ্ধ থাকলে এ সকল প্রতিবন্ধকতা দূর করতে পারব। সাংবাদিকতার মর্যাদা প্রতিষ্ঠা করতে আমাদের একতাবদ্ধভাবে কাজ করা জরুরি। সাংবাদিকদের অধিকার, সুযোগ ও নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।"
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন —
সহ-সভাপতি এস এম মাছুম রহমান, মোঃ মাহফুজুর রহমান, যুগ্ম-সাধারণ সম্পাদক রাসেদ কামাল, সহ-সাংগঠনিক সম্পাদক চৌধুরী জুয়েল রানা, অর্থ সম্পাদক এস এম সাফায়েত হোসেন, সহ-অর্থ সম্পাদক মোঃ রাসেল শেখ, দপ্তর সম্পাদক মোঃ উজ্জ্বল শেখ, সহ-দপ্তর সম্পাদক মোঃ আল ইমরান শেখ, প্রচার-প্রকাশনা সম্পাদক মোঃ বাবলু মল্লিক, সাহিত্য বিষয়ক সম্পাদক মামুন মোল্লা, সমাজ কল্যাণ সম্পাদক রিপন বিশ্বাস, গ্রন্থাগার সম্পাদক মোঃ রাশেল শেখ, সহ-গ্রন্থাগার সম্পাদক মোছাঃ বিনদিয়া খানম, ক্রীড়া বিষয়ক সম্পাদক এস এম মাহিদুল ইসলাম, সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ হাসিবুর রহমান মল্লিক।
এছাড়াও কার্যনির্বাহী সদস্য শরীফ নাসির আহম্মেদ, মোঃ আফজাল হোসেন, কওসার মোল্লা, মোঃ করিরুল ইসলাম, জুয়েল শরীফ, এস এম ইজাজুল হক, মোঃ রাসেল মোল্যা, মামুন হাচানসহ সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে সকল সদস্যদের অংশগ্রহণে একটি প্রীতিভোজের আয়োজন করা হয়। অতিথি ও সদস্যরা একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]