
মোঃরাসেল শেখ।
কালিয়া নড়াইল প্রতিনিধি।
নড়াইলে কালিয়া বাস স্ট্যান্ড এলাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলন মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমানের উদ্যোগে ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ৩ টায় কালিয়া বাসস্ট্যান্ড চত্বরে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ ও নেতাকর্মীরা দলে দলে আসেন এবং মুহূর্তেই পুরো বাসস্ট্যান্ড এলাকা জনস্রোতে পরিণত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক আশরাফ আলী আকন, যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য। প্রধান অতিথি ছিলেন মাওলানা আজিজ, যিনি ইসলামী আন্দোলন নড়াইল৯৩–১ সংসদ সদস্য পদপ্রার্থী। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ এস এম নাসিরউদ্দিন।
সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কালিয়া থানা শাখার সাধারণ সম্পাদক মোঃমোহসিন কাজী।
বক্তারা চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যাক্ত করেন। তারা বলেন, জনগণের আস্থা ও সমর্থনকে কাজে লাগিয়ে ন্যায়ের ভিত্তিতে সুশাসন প্রতিষ্ঠা করা হবে।
সমাবেশে মাওলানা আজিজুর রহমান বলেন, নড়াইল৯৩–১ আসনের মানুষের কল্যাণ, এবং এলাকার উন্নয়ন এবং দুর্নীতি বিরোধী শক্ত অবস্থানই তাঁর রাজনীতির মূল প্রতিশ্রুতি।
গণসমাবেশ শেষে একটি বিশাল মিছিল বের হয়। মিছিলটি কালিয়া উপজেলা প্রদক্ষিণ করে বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় বাসস্ট্যান্ডে এসে শান্তিপূর্ণভাবে শেষ হয়।
স্থানীয়রা জানিয়েছেন, আসন্ন জাতীয় নির্বাচনের প্রেক্ষাপটে এটি ছিল এলাকার অন্যতম বড় ও শান্তিপূর্ণ রাজনৈতিক সমাবেশ।
মোঃরাসেল শেখ।
কালিয়া নড়াইল প্রতিনিধি।