
মোঃ তরিকুল ইসলাম নড়াগাতী থানা প্রতিনিধি কালিয়া (নড়াইল):সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়-উক্তি কে সামনে রেখে নড়াইল এর কালিয়ায় র্যালী ও উপজেলা অডিটোরিয়াম এ সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১লা নভেম্বর’২৫ (শনিবার) সকাল ১০টায় হাফেজ হাফিজুর রহমান এর কোরআন তেলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়, প্রধান অতিথি ছিলেন কালিয়া সহকারী কমিশনার (ভুমি)শ্রাবণী বিশ্বাস।
শুভেচ্ছা বক্তব্য দেন প্রশান্ত কুমার সহকারী পরিচালক উপজেলা সমবায় অফিস কালিয়া, মোঃ আলমগীর হোসেন পরিদর্শক, জেলা সমবায় কার্য্যলয় নড়াইল, শাহ জালাল জমাদ্দার সম্পাদক প্রগতিশীল সঞ্চয় ও সমবায় অফিস কালিয়া,কাজী খুরশিদ আলম দিদার দেবদুন-বাঐশোনা পানি ব্যবস্থাপনা সমবায় অফিস, মোঃ তরিকুল ইসলাম শেখ সাধারণ সম্পাদক নিউ আল-আমিন সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ মূলশ্রী, এম এ বাতেন সভাপতি কালিয়া উপজেলা কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন, অনুষ্ঠান এর প্রধান অতিথি সমাপনী বক্তব্য দিয়ে আলোচনা সভা সমাপ্তি করে।