মোঃরাসেল শেখ।কালিয়া, নড়াইল প্রতিনিধি।"মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মেলে" প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়ায় মা ইলিশ সংরক্ষণে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৩ অক্টোবর (সোমবার) সকাল ১১ টায় খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের আয়োজনে কালিয়া উপজেলার পিরোলী বাজারে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা মৎস্য অফিসার মোঃ মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সচেতনতামূলক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক বিপুল কুমার বসাক, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক এইচ এম বদরুজ্জামান ও মো: জিল্লুর রহমান, উপজেলা মৎস্য অফিসার আবু রায়হান প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন পাচগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান মো: সাইফুজ্জামান, কালিয়া প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক গোলাম মোর্শেদ শেখ, শিক্ষা অনুরাগী ও সমাজ সেবক আশরাফ উদ্দিন আনসারীসহ প্রান্তিক জেলেরা।
সচেতনতামূলক সভায় বক্তারা বলেন, চলতি মাসের ৪ তারিখ থেকে ২৫ তারিখ পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম। তাই ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে এই ২২ দিন ইলিশ মাছ শিকার সরকারি ভাবে নিষিদ্ধ করা হয়েছে। মা ইলিশ রক্ষা পেলে, সারা বছর ইলিশ মিলবে। এ ছাড়া অভিযান চলাকালীন প্রান্তিক জেলেদের জন্য প্রনোদনার ব্যবস্থা করেছে সরকার। তাই ইলিশের অভাব দুর করতে সকলকে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান অতিথিরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]