রাসেল শেখ,কালিয়া নড়াইল প্রতিনিধি:নড়াইলের কালিয়ায় নবাগত এসিল্যান্ড শ্রাবণী বিশ্বাস এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে কালিয়া প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
১৯ আগষ্ট দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এর অফিসে সাক্ষাৎ করেন তারা।
দীর্ঘ ৮ মাস পর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) হিসাবে যোগদান করেছেন শ্রাবণী বিশ্বাস। ১৭ আগষ্ট (রবিবার) বিকেলে তিনি যোগদান করেছেন।
সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেন, ৩৮ তম বিসিএস ক্যাডারে কালিয়া সহকারী কমিশনার (ভুমি) হিসাবে যোগদান করেছেন।
যোগদান করেই তিনি দুর্নীতি মুক্ত থেকে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করে স্যোসাল মিডিয়ায় একটি স্ট্যাটাসও দিয়েছেন।
দায়িত্ব গ্রহন করে সততা, নিষ্ঠা এবং আন্তরিকতার সাথে উপজেলাবাসীর সেবা প্রদান করাসহ অফিস সম্পূর্ণ দুর্নীতি মুক্ত থাকবে বলে তিনি জানান।
এ ছাড়া যে কোন সমস্যা সরাসরি উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে জানানোর অনুরোধ জানিয়েছেন তিনি। দুর্নীতিমুক্ত উপজেলা গড়তে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন তিনি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]