মোঃরাসেল শেখ, কালিয়া নড়াইল প্রতিনিধি: ২০২৪-২৫ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় নারিকেল, লেবু, তাল, আম, নিম, বেল, কাঠাল ও জামের চারা বিতরণ করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষা, দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি ও কৃষকদের আর্থিকভাবে স্বাবলম্বী করতে এ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (২৫ জুন) সকাল ১০ টায় উপজেলা কৃষি অফিস চত্বরে চারা বিতরণ কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. রাশেদুজ্জান। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইভা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অফিসার মো. আবু রায়হান, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শাহজাহান মিয়া, কালিয়া সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বি.এম. শুকুর আলী, কৃষি সম্প্রসারন অফিসার দিনাশ্রী বিশ্বাসসহ স্থানীয় জনপ্রতিনিধি ও কৃষক সংবাদ কর্মীরা।
এবারের কর্মসূচিতে মোট ১৫,৪৫০টি চারা বিতরণ করা হয়। এরমধ্যে উপজেলার ১৮০টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৫টি করে নারিকেল, ২৫০ জন কৃষককে ৫টি করে লেবু, ৪৫০ জন কৃষককে ৫টি করে তাল, ১১০ জন কৃষককে ৫টি করে আম এবং ২,০০০ শিক্ষার্থীকে নিম, বেল, কাঠাল ও জামের চারা দেওয়া হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, ফলদ ও বনজ গাছ লাগানোর মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব। পাশাপাশি সবুজায়ন ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় এ ধরনের প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]