মোঃ রাসেল শেখ, কালিয়া উপজেলা প্রতিনিধি: নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়ীয়া নবনির্মিত ব্রীজ পরিদর্শন ও অধিগ্রহণকৃত জমির মালিকদের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ জিন্নাতুল ইসলাম উপজেলা ইঞ্জিনিয়ার আল-আলামিন কন্ট্রাক্টর সন্ধ্যায় সাহা ৮ নং কলাবারিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস আহমেদ ও মেম্বারগন ভূমির মালিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
বুধবার (২১ জানুয়ারি ২০২৬) বিকাল ৫টার দিকে তিনি ব্রীজ এলাকা পরিদর্শনে যান এবং পরে অধিগ্রহণকৃত ভূমির মালিকদের সঙ্গে সরাসরি সাক্ষাৎ করে তাদের সমস্যার কথা শোনেন।
স্থানীয় সূত্রে জানা যায়, কলাবাড়ীয়া ব্রীজের নির্মাণকাজ সম্পন্ন হলেও ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের টাকা এখনো পরিশোধ না হওয়ায় ব্রীজটির আনুষ্ঠানিক উদ্বোধন আটকে আছে। পাওনা অর্থ দ্রুত পরিশোধের দাবিতে ভূমি মালিকদের মধ্যে দীর্ঘদিন ধরে অসন্তোষ বিরাজ করছে।
মতবিনিময় কালে ভূমি মালিকরা তাদের ন্যায্য ক্ষতিপূরণ দ্রুত প্রদানের দাবি জানান। এ সময় উপজেলা নির্বাহী অফিসার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সমস্যা সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
তিনি বলেন, “ভূমি মালিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকার। বিষয়টি দ্রুত সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে।”
উল্লেখ্য, কলাবাড়ীয়া ব্রীজটি চালু হলে এ এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও উন্নত হবে বলে স্থানীয়রা আশা প্রকাশ করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]