মোঃতরিকুল ইসলাম, নড়াগাতী উপজেলা প্রতিনিধি: নড়াইল জেলার নড়াগাতি থানাধীন যোগানিয়া গ্রামে মাদকবিরোধী অভিযানে ২০ পিস ইয়াবাসহ মো. তামিম রহমান ওরফে কৌশিক (২৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত কৌশিক ওই গ্রামের আজিজুর রহমানের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, ২৪ জুলাই ২০২৫ তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে নড়াগাতি থানার এসআই তারেক সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় অভিযুক্তকে নিজ বাড়ির সামনের স্থান থেকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ঘটনার বিষয়ে নড়াগাতি থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নম্বর ৭, তারিখ: ২৪/০৭/২০২৫)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নড়াগাতি থানা পুলিশ জানিয়েছে, এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে এবং মাদক সংক্রান্ত অপরাধ দমনে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]