মোঃরাসেল শেখ, কালিয়া নড়াইল প্রতিনিধি: নড়াইলের নড়াগাতি থানার গৌরীপুর গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে ২ কেজী গাজা সহ আটক করেছে নড়াগাতি থানা পুলিশ ।
সোমবার (২৭ মে) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে গৌরীপুর বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের পশ্চিম পাশে পাকা রাস্তার উপর থেকে ।
এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা এবং একটি প্লাটিনা ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন: মো. হাসিব শেখ (৩২), পিতা: ওলিয়ার শেখ; গ্রাম: পাচুরিয়া; থানা: লোহাগড়া; জেলা: নড়াইল। মো. ইকরাম মৃধা (৫০), পিতা: মৃত মোকসেদ মৃধা; গ্রাম: পার মল্লিকপুর; থানা: লোহাগড়া; জেলা: নড়াইল।
অভিযান পরিচালনা করেন নড়াগাতি থানার উপপরিদর্শক (এসআই) এফ এম তারেক এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহমুদ করিম।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুইজনকে হাতেনাতে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে মাদকদ্রব্য ও মোটরসাইকেল জব্দ করা হয়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
স্থানীয় বাসিন্দারা জানান, গৌরীপুর এলাকা দীর্ঘদিন ধরে মাদকের গোপন কেনাবেচার রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। পুলিশের এই অভিযানে তারা স্বস্তি প্রকাশ করেছেন। এবং মাদকবিরোধী অভিযানের পরিচালনা অব্যাহত রাখার জন্য অনুরোধ করেছে এলাকাবাসী।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]